०्रषष शृशं স্নমা ●金 যাত্রী। আবার তুই-তোকারি ? নাপিত। ও—গুরুঠাকুর এসেছেন ! এ তারকেশ্বর থান, মনে রাথিস্ ! চোখ রাঙাবি তো গলা-ধাক্কা খাবি। কোন বাবা তোকে কামিয়ে দেয় যা না। ছেলের হাত ধরিয়া একটি প্রৌঢ় গোছের স্ত্রীলোক ও তাহার আঁচল ধরিয়া মন্দিরের দুইজন কৰ্ম্মচারীর দ্রুতপদে প্রবেশ ১ম কৰ্ম্মচারী। অ্যা ! বাবাকে ঠকানো ! ঠকানোর আর যায়গ। পাসনি মাগী ? মোটে পাচদিকে মানোত ? প্রৌঢ় । ( কাতর কণ্ঠে ) না বাবা ঠকাইনি। যা মানোত করেছিলুম তাই জমা দিয়েচি । ১ম কৰ্ম্মচারী। কবে মানেীত করেছিলি, বল, বল শুনি ? প্রৌঢ় । বছর তিনেক আগে, সেই বানের সময়। সত্যি বলুচি বাবা- - ২য় কৰ্ম্মচারী। সত্যি বোলুচ ? মিথ্যেবাদী কোথাকার । বছর তিনের মধ্যে ঘরে আর ব্যারাম স্যারাম হয় নি ? আর মানেীত করবার দরকার হয নি ? কখ খনো না । দে মাগী বুকে হাত দে। মনে করে স্বাথ, । ছেলে পুলে নিয়ে ঘর করিস-এ যে-সে দেবতা নয়, স্বয তারকনাথ । প্রৌঢ় । ( অভ্যন্ত ভয় পাইয়া ) শাপ মম্বি দিওন বাবা, এই আয় একটি টাকা নিয়ে— ১ম কৰ্ম্মচারী । ( হাত পাতিয়া গ্রহণ করিয়া ) একটি টাকা ? অন্ততঃ আরো পাঁচটি টাকা মানত করেছিলি । দ্যাথ, ভেবে । বাবার কৃপায় আমরা সব জানতে পারি আমাদের ঠকান যায় না। ২য় কৰ্ম্মচারী। দে নাম টাকা কটা ফেলে ! ছেলে-পুলে নিয়ে ঘর
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৪
অবয়ব