বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिउँौग्न धृष्ठ রমা தேடு রমেশ । বিছান হারাব কি রকম ? আমাকে তুমি কি যে ভাৰ তার ঠিকানা নেই। কে আমার সম্বন্ধে তোমার মন একেবারে বিগড়ে দিয়েছে। রমা । ( হাসিয়া ) কে আর দেবে, হয়ত মাসিই দিয়েছে। কিন্তু তিনি এখানে নেই, আপনি নিৰ্ভয়ে বিশ্রাম করুন। আমি ততক্ষণ কাজকৰ্ম্ম একটু সেরে নিই । এই বলিয়া সে যাইবার জন্ত উঠিয় দাড়াইল রমেশ । যার বাড়ল র্তার সঙ্গে একটা পরিচয় না হলে— রম। তার সঙ্গে আপনার এই এতটুকু ব্যস থেকে পরিচয় আছে । ভাবনার কারণ নেই, ছেলেবেলায় যাকে রাণী বলে ডাকতেন—এ তারই বাড়ী। রমেশ । বাড়ী তোমার ? এখানে বাড়ী কিসের জন্তে ? রম। বোল্লাম ত। জায়গাটা আমার বড় ভাল লাগে, প্রায় আসি,—তাই । রমেশ । ঠাকুর-দেবতার প্রতি তোমার খুব ভক্তি, না ? রম। একে আর ভক্তি বলে না। তবু যতদিন বেঁচে আছি চেষ্টা করতে হবে ত ? দাসীর প্রবেশ দাসী । টিপ, টিপ, ক’রে বৃষ্টি স্বরু হোল দিদি, যেতে আজ কষ্ট হবে। রম। তবে না-ই গেলি আজ। নটবরকে বোলে দে, কাল স্বাওয়া হবে । দাসী। বঁচি তা হলে। কিন্তু যাবার কথা, বাড়ীতে ষে তারা ভাববেন ?