পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃপ্ত ቆፃ ২য় কৃষক। (বেণীর পদতলে পড়িয়া ) আমাদের রাখতে হয় রাখুন, মারতে হয় মারুন,—পা আমরা ছাড়ব না । বেণী । ( জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া ) যা—যা—আমি দু’দুশো টাকার জলকর নষ্ট করতে পারব না। চল খুড়ো আমরা যাই, আমাদের আরও কাজ আছে । বেণী ও গোবিন্দ যাইতে উদ্যত হইল কৃষকেরা। বড়বাবু-গাঙুলী মশাই, তবে কি সত্যিসত্যিই আমরা মারা যাব ? গোবিন্দ । ( ফিরিয়া দাড়াইয়া মুখ বিকৃত করিয়া ) মারা যাবি কি যাবি নে তার আমরা কি জানি ? উভয়ের প্রস্থান কৃষকেরা । হা ভগবান ! দুঃখীদের কি তবে সত্যিই মারবে ? ওপরে বসে সব দেখচ, তবু কোন উপায় করে দেবে না ? সকলের ক্রতৰেগে প্রস্থান