vতুর্থ মৃগু রমা 鴨。 রমেশ । তাহলে অনুমতি দিলে ? রম । না। এত টাকা আমি লোকসান করতে পারব না । তা”ছাড়া বিষয় আমার ভাইয়ের । আমি অভিভাবক মাত্র । রমেশ । না, আমি জানি, অৰ্দ্ধেক তোমার । রম । শুধু নামে । বাবা নিশ্চয় জানতেন সমস্ত বিষয় যতীনষ্ট পাবে। তাই অৰ্দ্ধেক আমার নামে দিয়ে গেছেন । - রমেশ । ( মিনতির কণ্ঠে ) রম, এ ক’টা টাকা ? এ দিকে তোমাদের অবস্থা সকলের চেযে ভাগ । তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয় । আমি মিনতি জানাচ্চি এর জন্যে এত লোককে অন্নহীন কোরে না । যথার্থ বলুচি, তুমি যে এত নিষ্ঠুর হতে পার আমি স্বপ্নেও ভাবি নি। রম। নিজের ক্ষতি করতে পারি নে বলে যদি নিষ্ঠুর হই,ন হয় তাই। ভাল, আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতি পূরণ করে দিন না। রমেশ । রম, মানুষ খাটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই যায়গাটায় নাকি ফাকি চলে না, তাই এইখানেই মামুষের যথার্থ রূপ ধরা পড়ে। তোমারও আজ তাই পড়েচে । কিন্তু তোমাকে আমি কখনো এমন করে ভাবি নি। ভেবে চি, তুমি এর চেয়ে অনেক,—অনেক ওপরে । কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল। তুলি অতি নিচ, অতি ছোটো । রম । কি আমি ? কি বললেন ? ." রমেশ । ভূমি অত্যন্ত হন এবং নিচ । আমি যে কত ব্যাকুল হয়ে উঠেচি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে দুঃখীর মুথের গ্রাসের দাম আদায়ের দাবী করলে । কিন্তু বড়দাও মুখ ফুটে এ কথা বলতে পারেন নি। পুরুষ হয়েও তার মুখে যা বেধেছে, নারী হয়ে তোমার মুখে তা বাধেনি।-একটা কথা তোমাকে আজ বলে যাই রমা । আমি এর চেয়েg
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮০
অবয়ব