বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ झुश রম! brう রমেশ । ( পা ছাড়াইয়া লইয়া ) আপনি বাড়ী যান আচাfধ্য মশাই, যা করা উচিত আমি করব । ভৈরব। ভগবান যেন আপনাকে— রমেশ । রাত অনেক হল আচায্যি মশাই, আজ আমি বড় শ্রান্ত । ভৈরব । ভগবান যেন আপনাকে দীর্ঘজীবী করেন, ভগবান যেন আপনাকে রাজা করেন— ইত্যাদি বলিতে বলিতে ভৈরবের প্রস্থান রমেশ । ( দীর্ঘনিশ্বাস ফেলিয়া ) সরকার মশাই, এই অীমাদের গৰ্ব্বের ধন । এই আমাদের শুদ্ধশান্ত ন্যায়নিষ্ঠ বাঙলার পল্লীসমাজ ! গোপাল সরকার। ইঁ, এই । সবাই জানূবে এ কাজ বেণীবাবুর, সবাই গোপনে জল্পনা করে বেড়াবে, কিন্তু মুখ ফুটে কেউ এ অত্যাচারের প্রতিবাদ করবে না। সেবার গাঙলি মশাই বিধবা বড় ভাঙ্গকে মেরে বাড়া থেকে বার করে দিলে, কিন্তু বেণীবাবু সহায় বলে সবাই চুপ করে রইলো । সে কেঁদে সকলকে জানালে, সকলেই বললে, আমরা কি কোরব । ভগবানকে জানাও তিনিই এর বিচার করবেন। রমেশ । তার পরে ? গোপাল সরকার। তার পরে সেই গাণ্ড লা মশাই-ই সকলের জাত মেরে বেড়াচ্চেন। মৃত পল্লী-সমাজ কথাটি বলবার সাহস রাখে না – অথচ, আমিই ছেলেবেলায় দেখেচি বাবু, এমন ধারা ছিল না । বিধবা বড় ভাজের গায়ে হাত দিয়ে কেউ সহজে নিস্তার পেত না । তথন সমাজ দণ্ড দিত, এবং সে দণ্ড অপরাধীকে মাথা পেতে নিতে হোতে । রমেশ । তবে কি পল্লী-সমাজ ব’লে কিছুই আর নেই। গোপাল সরকার । যা আছে সে তো এসে পর্য্যন্ত স্বচক্ষেই