बर्छ झुश ब्रभ ూరి যতীন। না । দিদি বললেন, আমাকে সঙ্গে কোরে তোর ছোড়দার বাড়ীতে নিয়ে চল। ঐ যে ওখানে দাড়িয়ে আছেন । এই বলিয়া সে দরজার বাহিরে চাহিল রমেশ । ( ব্যস্ত হইয়া সরিয়া আসিযl ) আজি আমার এ কি সৌভাগ্য। কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে এত রাত্রে নিজে এলে কেন ? এস ঘরে এস । রম৷ অত্যন্ত দ্বিধাভরে ভিক্টরে প্রবেশ করিয়া দ্বারের অনতিদূরে মেঝের পর বসিয়া পড়িল । যষ্ঠান দিদির কাছে আসিয়া বসিতে যাইতেছিল কিন্তু রমেশ তাশকে একটা তারান কেদারায় আনিয়া শোয়াইয়া দিল । রম । রাত আর নেই,--ভোর হয়ে এসেছে, ( অধোমুখে ) শুধু একটি জিনিস আপনার কাছে ভিক্ষে চেয়ে নেবে বলে আiপনার বাড়ীতে এসেচি । দেবেন বলুন ? রমেশ । আমার কাছে ভিক্ষে চাইতে ? আশ্চৰ্য্য ! কি চাই বল ? রমা (মুখ তুলিয়া ক্ষণকাল অপলক চক্ষে রমেশের মুখের প্রতি চাহিয়া রহিল ) অাগে কথা দিন । রমেশ । ( মাথা নাড়িয়া ) তা’ পারি নে। তোমাকে কোন প্রশ্ন না কোরেই কথা দেবার শক্তি যে তুমি নিজের হাতেই ভেঙে দিয়েছ রমা। রমা। আমি ভেঙে দিয়েছি ? রমেশ । তুমিই। তুমি ছাড়া এ শক্তি সংসারে আর কারু ছিল না। রম, আজ তোমাকে একটা সত্য কথা বোলব।—ইচ্ছে হয় বিশ্বাস কোরে, ইচ্ছে না হয় কোরন । কিন্তু জিনিসটা যদি না ম’রে একেবারে নিঃশেষ হয়ে যেতে, হয়ত এ কথা তোমাকে কোন দিন শোনাতে পারতাম ন! -- কিন্তু, আজ না কি আর কোন পক্ষেই লেশমাত্র ক্ষতির সম্ভাবনা নেই,
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯২
অবয়ব