बळे मृथ রমা Երվ: রম । রমেশদ, আপনার নিজের কথাই বলুন। রমার কথা আমি আপনার চেয়ে বেশি জানি। রমেশ । যাই হোকু শোন। কেন জানি নে, সেদিন আমার অসংশয়ে বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বল, যা খুী কর, কিন্তু আমার অকল্যাণ তুমি কিছুতেই সইতে পারবে না। বোধ করি ভেবেছিলাম সেই যে ছেলেবেলায় একদিন ভালবেসেছিলে, সেই যে হাতে কোরে চোখ মুছিয়ে দিয়েছিলে, হয়ত তা আজও একেবারে ভুলতে পারনি। তাই মনে করেছিলাম কোন কথা তোমাকে না জানিয়ে তোমারি ছাওয়ায় বসে সমস্ত জীবনের কাজগুলো আমার ধীরে ধীরে কোরে যাব। কিন্তু সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম তুমি নিজে—ও কি ? বাইরে এত গোলমাল কিসের ? দ্রুত বাগঃগোপাল সরকারের প্রবেশ গোপাল সরকার। ছোটবাবু ? ( অকস্মাৎ রমাকে দেখিয়া স্তব্ধ হইয়া থামিল ) রমেশ । কি হয়েছে সরকার মশাই ? গোপাল সরকার। পুলিশের লোকে ভজুয়াকে গ্রেপ্তার করেছে। রমেশ । ভজুয়াকে ? কেন ? গোপাল সরকার। সেদিন রাধাপুরের ডাকাতিতে সে নাকি ছিল। রমেশ । আচ্ছা আমি যাচ্চি। আপনি বাইরে যান। গোপাল সরকার প্রস্থান করিল। রমেশ। যতীন ঘুমিয়ে পড়েছে, সে থাকৃ। কিন্তু তুমি আর একমুহূৰ্ত্ত খেকো না রম, খিড়কী দিয়ে বেরিয়ে যাও । পুলিস খানাতল্লাশি করতে ছাড়বে না ।
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৪
অবয়ব