তৃতীয় অঙ্ক C크=려치 코s) বিশ্বেশ্বরীর কক্ষ জ্যাঠাইম ও রমেশ জ্যাঠাইমা । হারে রমেশ, তুই নাকি তোর পীরপুরের নতুন ইস্কুল নিয়েই মেতে রয়েচিল, আমাদের ইস্কুলে আর পড়াতে বাস নে ? রমেশ । না। যেখানে পরিশ্রণ শুধু পণ্ডশ্রম, যেখানে কেউ করে ভাল দেখতে পারে না, যেখানে খেটে মরায় কোন লাভ নেই। শুধু মাঝে থেকে নিজেরই শক্ৰ বেড়ে ওঠে। বরঞ্চ, যাদের মঙ্গলের চেষ্টায় দেশের সত্যকার মঙ্গল হবে, সেই সব মুসলমান, আর হিন্দুর ছোট জাতেদের মধ্যেই পরিশ্রম করব । জ্যাঠাইম। এ কথা ত নতুন নয় বমেশ । পৃথিবীতে ভাল করবার ভার যে কেউ নিজের ওপরে নিয়েছে চিরদিনই তার শক্র সংখ্যা বেড়ে উঠেছে। সেই ভয়ে যারা পেছিয়ে দাড়ায়, তুইও যদি তাদেরি দল গিয়ে মিশিন তা হলে ত চলবে না বাবা । এ গুরুভার ভগবান তোকেই বইতে দিয়েছেন, তোকেই বয়ে বেড়াতে হবে । কিন্তু হারে, তুই না কি ওদের হাতে জল খাস ? রমেশ । (হাসিয়া ) এই দেখ, এরই মধ্যে তোমার কানে উঠেচে । কিন্তু আমি ত তোমাদের জাত-ভেদ মানি নে জ্যাঠাই মা ।
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৬
অবয়ব