এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮
রসকেলী।
এতে কহি সর্ব্বে সাজে গোপিনী।
মুরারী দ্বিজে সে মাগে মেলাণি॥
তৃতীয় ছাঁদ~
যমুনা কূলরে শ্রীকৃষ্ণ বসি।
পুণি বজাইলে মোহন বাঁশী॥
কে বোলে ডাকুছি যশোদা ৰছি।
বংশী স্বরে সে যে ডাক দেউছি॥
কে বোলে যাইবি শ্রীকৃষ্ণ কতি।
ভাই ভাউজঙ্কর ন মানি ভীতি॥
কে বোলে যাইবি যমুনা কূলে।
কেলী করিবা যে যমুনা জলে॥
কে বোলে শ্রীকৃষ্ণ কতিকু যিবা।
ভোর ন হইতে ফেরি আসিবা॥