এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০
রসকেলী।
চিন্তা দূর করি বাহারে রাধা।
দূর হোই গলা সমস্ত বাধা॥
দেখিলা স্বামীর নিদ্রা অঘোর।
রাধিকা সধীরে হেলে বাহার॥
সাজ সজ্জ্বা হেলা সবু অলঙ্কারে।
মহল পরিলা বেণি পয়রে॥
হস্তরে নেলা চুড়ী বটফল।
গলারে ঘেনিলা নানাধি মাল॥
আউরি নেলা যে ঝুটিয়া মুদী।
বস্ত্র যে পিন্ধিলা ক্ষীরোদ আদি॥
অণ্টারে সে নেলা ঝিঞ্জিরি কেড়া।
মথারে ঘেনিলা মোহন চুড়া॥
বলা বাজুবন্ধ ঘেনিলা করে।
নেপুর ঘেনিলা পদ্ম পয়রে॥