এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।
১১
গলারে ঘেনিলা পোহলা ছড়া।
বেণীরে সে দেলা মালতী বেড়া॥
অলতা যে নেলা পাদপদ্মরে।
যেসনে দিশই বিজলী প্রায়ে॥
আবর কেতে যে সাজ হোইলা।
আউরি শোভা যে কেতে কহিবা॥
এতে যে ঘেনিলা সবু গোপনে।
স্বামী ননদ কেহি ন জাণে॥
সবু গোপীমানে সজ হোইলা।
দাণ্ডে যাই সর্ব্বে গোটায়ে হেলা॥
কে বোলে স্বামী মোন জাণে কিছি।
ধীরে ধীরে মু যে লুচি আসিছি॥
কে বোলে স্বামী মো বড় উদার।
ভল মন্দ তাঙ্ক নাহি বিচার॥