বিষয়বস্তুতে চলুন

পাতা:রসকেলী.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২
রসকেলী।

কে বোলে আসিছি খিড়িকি দেই।
শাশু ননদ যে ন জাণে কেহি॥
এমন্তে আগম কহে গুহালি।
শ্রীহরিঙ্কু সর্ব্বে মনরে ভালি॥
এতে কহি সর্ব্বে গমন কলা।
ধীরে ধীরে বংশী বাজি উঠিলা॥
হুড়াহুড়ি করি সর্ব্বে গোপালী।
পথ বাট যে কিছি ন মানই॥
শ্রীকৃষ্ণকু স্মরি বেগেণ ধাঁই।
কণ্টা খঞ্চা যে কিছি ন দিশই॥
এমন্ত ধাঁইণ যমুনা কূলে।
কুল ছাড়ি সর্ব্বে এক হোইলে॥
খুজই সমস্তে শ্রীকৃষ্ণ কাঁহি।
খুজিণ তীররে কাঁহি ন পাই॥