বিষয়বস্তুতে চলুন

পাতা:রসকেলী.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪
রসকেলী।

খুজি খুজি সর্ব্বে অস্থির হোই।
কদম্ব মূলরে মিলিলা যাই॥
কাতর হোইণ সেঠারে শুই।
বিনয়ে কৃষ্ণকু কেতে ডাকই॥
আসিণ শ্রীহরি রখ মো প্রাণ।
ন আসিলে তুম্ভে যিব জীবন॥
স্বামী ঘর ছাড়ি তুম্ভে ধইলে।
কাঁহি তুম্ভে গল কি দোষ কলে॥
কুলরু বাহারি যমুনা কূলে।
বাহার হোইছি তুম্ভর মেলে॥
আম্ভমানঙ্কু যদি দেখা ন দবু।
ন রাখিলে মোতে গল মো সবু॥
কেতে রঙ্গে তূম্ভে মেল করিল।
বিপদ সময়ে ছাড়িণ গল॥