পাতা:রসকেলী.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।
১৭

চতুর্থ ছাঁদ~

কেতে রঙ্গে রঙ্গ শ্রীকৃষ্ণ কলা।
কেহি ন জাণিলে নিশি পুরিলা॥
রঙ্গ করু থিলে সে রঙ্গ রস।
গোপী এ দেখিলে আসে দিবস॥
কে বোলে জীবন গল মো আজ।
কেমন্তে যিবা গো মাড়ুছি লাজ॥
পূর্ব্বরে উদই সে দিনমণি।
এক্ষণি উঠিব আম্ভর স্বামী॥
এমন্ত ভাবিণ মন শুকিলা।
এতে দেখি কৃষ্ণ মায়া ভিইলা॥
গোপীঙ্ক বিপদ মনরে জাণি৷
মায়া ভিয়াইলে সে চক্রপাণি॥
দিন হোই গলা রাতির প্রায়ে।
সব গোপমানে উঠিণ চাঁহে॥