পাতা:রসকেলী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২০
রসকেলী।

তাঙ্কর লীলার সীমা যে নাই।
আউরি বুঝই ভক্ত গোশাই॥
যে জন করই ব্রত বাসনা।
তাঙ্কর নাহিক পুণ্যর সীমা॥
যে জন শুণই লীলা তাহার।
পাপ ন কহই তাঙ্ক শরীর॥
অস্তিমে তাহার স্বৰ্গর বাস।
সর্ব্ব পাপ তাঙ্কর হোইব নাশ॥
অবহেলে যেবা উপেক্ষা করে।
সেজন নিশ্চয়ে নরকে পড়ে॥
স্তীরি বালকর আনন্দ হেলা।
পড়িবে তা মানে ন করি হেলা॥
দোষ ন ধরিব শ্রীহরি স্মরি।
লেখই দ্বিজ সে হীন মুরারী॥


সমাপ্ত