এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।
প্রথম ছাঁদ~
একদিনে স্বর্গে সে ব্রহ্মরাশি।
নিশ্চিন্ত হোইণ অছই বসি॥
কেতে যে ভাবন্তি মন মধ্যরে।
কি কথা ভাবন্তি কে কহি পারে॥
এমন্ত সময়ে পুছে নারদ।
ফেড়িণ কহ গো কেণে বিষাদ॥
কহন্তি নারদে মনরে হঁসি।
কহুছে তোতে যে শুণ বিশেষি॥
সম্মুখে আসুছি এ কলি কাল!
কেমন্তে তরিব মানবকুল॥