বিষয়বস্তুতে চলুন

পাতা:রসকেলী.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।

কহ কহ বোলি পুণ পুছিলে।
কেমন্তে তরিব মানব কুলে॥
কহুছে ফেড়িণ ব্যস্ত ন হুঅ।
তরিবার অছি এক উপায়॥
ইহা যদি নর করিণ পারে।
তেবে সে যাইব ভবর পারে॥
এতে শুণি তাঙ্ক মনে আনন্দ।
বিশেষি শুণিতে হেউছি সাধ॥
যেসনে জন্মিবা হোইণ গোপ।
ধরিবা আম্ভে যে শ্রীকৃষ্ণ রূপ॥
সে সময়রে নীলা কার্য্যাদি যেতে।
তোতে কিবা আম্ভে কহিবা কেতে॥
তাহাকু আদর করি যে জন।
পড়ি শুণিবারে ধ্যানরে মন॥