পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫె8 উলিৱাক্ষদলে গগন বিদার। রাঘব-বিজয় কাব্য । SAASAASAAAS

  • -*

রাঘবীয় বীরবৃন্দ নাদিল উল্লাসে । ভাবিলা বৈদেহী-হর—“গত মহোদর, মহাপাশ্ব, বিরূপাক্ষ ; আর না সময়ক্ষয় করিব এ ভাবে।” এত চিন্তি রঘুরিপু, আহানিলা রঘুবরে বজ্রসম নাদে। উড়িল কলম্বরাশি অস্তরিক্ষ ভেদি, মহোরগ-ব্রজ বথা ধায় মহাবেগে, স্বনম্বনি । ঘোর অন্ধকাররাশি ছাইল গগনতল ঘন আবরণে । প্রভঞ্জনবলে পড়ে বৃক্ষপত্র যথা, দশানন-শরজালে পড়িল নিমেযে নর-ঋক্ষ-প্লবঙ্গম অসংখ্য সমরে । ধূলারাশি উড়ায়ে গগনে, পলাইল কত সৈন্ত রণক্ষেত্র ছাড়ি । মৃদু হাদি গুপ্তপ্রাস্তে, কৃতাস্তের সম, আইলেন রামচন্দ্র রণক্রীড়াস্থলে । হেরি পূরে রাঘবারি, ক্ষণকাল যেন ভুলিলেন য়ণোন্মাদ । অচল, অটল, দূরস্থিতগিরি-সম গগনের পটে, দাড়াইল৷