পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮥab← রাঘব-বিজয় কাবা । রাহু যথা ধায় রবি হেরি, কিংবা যথা বিরাট জলদ ধায় হেরিয়া ভাস্করে, লক্ষ্মণে হেরিয়া রক্ষ ধাইলা সম্মুখে । তীরভূমি ভগ্ন হ’লে প্রচণ্ড তাড়নে, দুই পাশ্বে দুই সিন্ধু উথলি যেমন উত্তাল তরঙ্গ তুলি আক্ৰমে উভয়ে, সেইমত দশানন-লক্ষ্মণের সহ বাজিল ভীষণ রণ প্রচণ্ড বিক্রমে । লোলজিহব-অজগর-সম শররাশি ছুটিল কৰ্ম্মক হ'তে বেগে উভয়ের ;– টঙ্কারধ্বনিতে বিশ্ব পূরিল অমনি। গদা, শূল, কুট পাশ, কি কূট মুদ্গর, পটিশ, নারাচ, যত কবুরাধিপতি হানিলা লক্ষ্মণদেহে, গন্ধৰ্ব্ব-আয়ুধে মুহূৰ্ত্তে কাটিলা বলী আশ্চর্যা কৌশলে তখন আরক্তচক্ষু রক্ষেন্দ্র অমনি বজ্রনাদে শক্তিশেল ছাড়িল হুঙ্কারি । জলস্ত মহোল্কা যথা গগনমণ্ডলে, ছুটিল পবনপথে ব্ৰহ্মদত্ত শূল, ঘে"রঘন-ঘট:রোলে শ্রবণ বিদারি ।