পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১১২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সর্গ। δώ চমকিল রঘুনাথ হেরি শক্তিশেলে। সভয়ে সন্ত্রমে শূর হেরি অন্ত্রবার নমস্কার দূর হতে সাধিলা মানসে– "হে শক্তি, মঙ্গল কর, লক্ষ্মণে আমার,”— কথা না হইতে শেষ, বজ্ৰসম বেগে পড়িল সে মহাশক্তি লক্ষ্মণের বুকে ; বক্ষ-পৃষ্ঠ এক করি বিঁধিল অমান। গিরিদেহে উদ্বধার প্রস্রবণ যথা, ছুটিল শোণিত-স্রোত; বক্ষ ভেদ করি লক্ষ্মণের। স্পন্নগ গিরীন্দ্র যেমতি ঘোর ভূকম্পনে ভঙ্গি পড়ে ধরাতলে, অর্থব অরণ্যমাঝে প্রভঞ্জনবলে সপুষ্প কিংওকতরু উপড়ি সমূলে পড়ে যথা বন জুড়ি ঘোর মডুমড়ে, পড়িল উৰ্ম্মিল-নাথ মুমিত্রী-নন্দন, রত্নসমুজপূর, সে শক্তি-আধাতে রণভূমে। হাহাকার উঠিল চকিতে নর-ঋক্ষ-প্লবঙ্গম-অনীকিনী-দলে। গ্রচণ্ড ভাস্কর মূৰ্ত্তি ছাইল আঁধারে, উচ্ছ্বসিল বায়ুপতি গভীর স্বনান,