পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সৰ্গ । } }} ہیمبیتہ عنہ حمیہ ہی حیاحم.حیمیہ عیs-مہم পুরুক কামনা । সুখে থাকে রসাতল বিলম্ব যদ্যপি পুরে প্রতি-আগমনে । নিঃশঙ্কে প্রবেশ কর লঙ্কা-অধিবাসি ; এই মায়াময় দ্বার ” “কিন্তু কি প্রকারে প্রবেশ করিব ? এ যে অদ্ভুত তোরণ " ঋষিবর কহিলা আশ্বাসি—“মহীরাজ পরম-মায়াকৌশলী । মায়াময় দ্বার ; অধিষ্ঠাত্রী চণ্ডী মহেশ্বরী, ভীমরূপ মায়াময়ী। কত যে অদ্ভুত খেলা হয় এই পুরে, মায়াবশে, নাহিক ইয়ত্ত৷ তার ; হে বিদেশি, ভক্তিভাবে স্তব চণ্ডীদেবী, পাতালপুরবাসিনী । অনায়াসে প্রবেশিবা পুরে।” এত কহি, চলি গেল। ঋষিবর আপন আশ্রমে । ভক্তিভাবে স্তুতিলা রাক্ষসচর চণ্ডবিনাশিনী খপরধারিণী চণ্ডিকারে । হুতাশন লোলজিহবা দ্বিধা খণ্ড করি, প্রকাশিল দ্বারদেশে সুপ্রশস্ত রাজপথ, মণিমুক্ত"-র • নৈ খচিত । সে পথ বাহিয়া চলিলা নিৰ্ভয়ে দূত, সিংহ যথা চলে