এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১১২ বাঘব-বিজয় কাব্য। অরণামবারে, নিৰ্ভয়ে। হেরিলা বৃক্ষ; স্বর্ণময়ী পুরী, নানা বর্ণে ঝলসিত উজ্জ্বল বিভায়। কতক্ষণে রক্ষচর হেরিলা সম্মুখে কৃষ্ণবর্ণ স্রোতস্বিনী অচঞ্চলনীর, যতদূর ধায় দৃষ্টি রয়েছে পড়িয়া। কূলে তরুরাজি, স্নান, অধোমুখ শাখ, পত্রপল্লব মুদ্রিত। নীরব বিহগকুল নিদ্রিত কুলীয়ে। হাঙ্গর, কুন্তীর, নক্ৰ, ভাসিছে সলিলে স্বযুপ্ত। মুদিল আঁখি অলসে যেন বা নিশাচর ; সৰ্ব্ব অঙ্গে শ্লথভাব যেন সহসা ছাইল এবে সে বিকল দেশে। স্বরিলা চণ্ডীরে চর ; সুমন্দ পবন বহিল অমনি রঙ্গে জাগাইয়া দুতে। চাহিয়া দেখিলা দূত মায়াম সেতু ক্ষণে ক্ষণে ভয়ঙ্কর জ্বলিছে নিবিছে ; আবার প্রসারি বক্ষ আহ্বানিছে যেন আগস্তুকে, অনায়াসে ঐ পথে পশিতে সে পুরে। সাহসে দূত, আঁধায় ভেদিয়া ক্রমে ক্রমে সেতুপথে পরপর ভূমে