এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রাঘব-বিজয় কাবা । করি, বহিরলে পূজক, বুলি দূত মূৰ্ত্তি হেরি, নিজ অনুমানে, এই তিনি যার অন্বেষণে এসেছি পাতালদেশে । করজোড়ে বলিয়া কুমার, জিজ্ঞাসিল পরিচয়, আত্মবাওঁ নিবেদি সন্ত্রমে— "রক্ষশ্রেষ্ট, লক্ষ্ম-অধিবাসী আমি ; লক্ষ্মনাথ দুপদে বীর, পাঠাইল মোরে কুমার মহীর পাশ পাতালপ্রদেশ। এই সেই দেশ ? এই সেই পুী? কত্ব দয়া করি মোরে। বিষম স্কটাপন্ন লঙ্ক-অধিপতি স্মরণ করিলা তারে এ দীন সময়ে ৷ এসে ছ লইতে র্তারে লঙ্কেশসকাশে । চক্রগতি নাম মোর, রক্ষকুলোদ্ভব। বজ্ৰমুষ্টি-রক্ষ-সুত, বাস লঙ্কাপুরে।" কহিলা মহীরাবণ— "এই সেই পুী। মহী এ অধম-নাম। ধন্য বলি মানিলাম মোর ভাগ্য আজি ; স্বারলেন পিতা নোর স্বকার্যাসাধনে,— বড়ষ্ট সৌভাগ্য মোর। ত্ৰিভূবনজী, দেবদৈত্য-নরান্তস্ক লঙ্ক-অধিপতি, কহ