পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সর্গ Ꮌ< ☾ ভাঙ্গিছে, গিলিছে খাদ্য উদর পূরয়া । কখনো বা সুরারাশি জলরাশিসম উভয়ে করিছে পান ঘূর্ণিত নয়নে । কতক্ষণে রক্ষপতি ধূমিত লোচনে চাহিয়া পুত্রের মুখে কহিলা কৌশলী— “এইমাত্র যে বারতা কহিলা তোমারে রাণী মন্দোদরী, সে কেবল বাতুলের অলীক জল্পনা । শতজিহব কিংবদন্তী ভ্রান্তিময় সদা ; অবহেলে পরকুৎসা ঘোষে এইরূপে সহজে বিচারহীন অবলা সতত, অতর্কিতে অনায়াসে বিশ্বাসে তাহারে । কিন্তু সত্য তথ্য, বৎস, শুন অন্তরূপ। দণ্ডক-অরণ্য পিতৃরাজা তব, বিরাজে সাগরপারে বিন্ধাপদতলে । রক্ষেযোগিসিদ্ধকুল, মুখে নিবসেন তথা গোদাবরীতীরে, পঞ্চবটীবনমাঝে স্বধৰ্ম্ম আচরি, বহুদিন। আশ্রমে আশ্রমে বিরাজেন শান্তিদেবী । ফুল, ফল, তরু, লতা, বনচর, শূন্তচর জীব—নিবসে পরমসুখে