পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Rや রাঘব-বিজয় কাব্য। সে শান্তি-আলয়ে। তব পিতৃঘসা স্বৰ্প অকাল-বিধবা, জুড়াইতে মনস্তাপ রাখিনু তাহারে সেই পবিত্র কাননে সামুচর। অবলার কুল সহজেই নিরাশ্রয় । শৈশবে জনক সুরক্ষক, যৌবনে স্বপতি ; বয়সে তনয় রক্ষা করে অবলারে | সতত আশ্রয় তার বিধেয় জগতে ! তাই পিতৃসম ভ্রাতা স্বধৰী খরদুয়ণ, রক্ষাহেতু সেই বনে নিবসেন বলী । নিবসেন শুপ৭খা সে মহা-আশ্ৰয়ে, বিধবার ধৰ্ম্মকৰ্ম্ম পালি বিধিমত হেনকালে, হায়, ডুবাইতে সেই শান্তি অতল অর্ণবে, আইল এ নরযুগ ভণ্ড-যোগি-বেশে, এক নারী সহ । কিঙ্কন্ধা-অধিপ, মহাশক্ৰ মোর দুষ্ট, তার সহ মিত্রভাব স্থাপিল মায়াবী । চণ্ডাল বানর যত, কিংবা ঋক্ষজাতি, একে একে নীচ সহ স্থাপিল মিত্রত । পিতৃনিৰ্ব্বাসিত নর, স্বদেশতাড়িত, দণ্ডকে স্বদেশসম