পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যষ্ঠ সগ ›: ዓ লাগিল করিতে বাস প্রভুত্ব বিস্তারি। রক্ষসাধুসদ্ধকুলে সহসা আক্রমি' আশ্রমের মহাবিঘ্ন লাগিল সাধিতে । সে শাস্তিকাননে ঢালি কলহ-গরল, অহরহ পঞ্চবটী মলিন করিল। ক্রমে প্ৰগলভতা, ক্রমে রাজদ্রোহি-ভাব, অত্যাচার, দাস্তিকতা ; দারুণ অসহ্য সবে হইয়া উঠিল। তার পর, হায়,— কেমনে কহিব, বৎস, তোমার গোচরে— রক্ষ্যেবংশে সে কলঙ্ক ঘুচিবে কি কভু ? সমগ্র অম্বুধি হায় ধুইবে কখনে সে কালিমা রক্ষকুলে ? রক্ষ্যেবংশভাতি আর কি উজ্জ্বল পুনঃ হইবে জীবনে ?— তার পর একদিন সেই নারী আসি স্বপের পুজার পুষ্প লইবার তরে নিরর্থ কলহ করি ব্যর্থমনোরথ, বিসর্জি কপট-অশ্রু ফিরি গেল চলি । শুনিয়াছি স্বৰ্প-মুখে, অমনি ধাইয়া সেই কাপুরুষ-যুগ আইল সেখানে দেখাতে বীরত্বদৰ্প অবলার দেহে ।