পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সৰ্গ । లి) তপ্ত অশ্রুবিন্দুধারা ঝরিল লোচনে । গভীর নিশ্বাস ছাড়ি, কুঞ্চিত ললাটে, জিজ্ঞাসিলা বিজ্ঞশ্রেষ্ঠ পিতৃভক্ত মহী, করজোড়ে—“হায় পিতঃ, এ কি অসম্ভব, এ কি অসম্ভব কথা শুনিমু শ্রবণে ; স্বপ্নসম যেন । দেবদৈত্যরণজয়ী রক্ষকুলরখী, যাহার প্রতাপে, দুরবাসী নাগ-র্যক্ষ-গন্ধৰ্ব্ব-কিন্নর, ত্রাসে লঙ্কামুখে কেহ নাহি চাহে কভু ; বীরযোনি এই পুরী, মহাগৰ্ব্বে শৈলচূড়ে বক্ষ বিস্ফারিয়া, জগতের রাজ্ঞী-সম উচ্চ-সিংহাসনে বিরাজে অতুল দৰ্পে আদিকাল হ’তে ; এ হেন দুর্দশা তার নর সহ রণে ? বনবাসী জ্ঞানহীন অসভ্য বৰ্ব্বর ; তার সহ রণে, হায়, এ হেন দুৰ্গতি ? শশী গ্রাসে রাহুবর ? দিনদেবে গ্রাসে খদ্যোতিক ? চিরভক্ষা নরকুল গ্রাসিল ভোক্তারে ? হায়, বাহুবলেশ্বর, ত্রিকালজ্ঞ সুপণ্ডিত তুমি ; হেন মতিভ্রম তব ? না পারি বুঝিতে