পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাব্য । SSASASeSeSeSMMSAAAAAAS AAASASASSAeSMASAeSeSJSAMSJSeSeSAAAAAA SAAAAAS S কেমনে বা মন্ত্রবিৎ সাগ্নিকের প্রায়, আপনার রোষ-বহ্নি জালি ভয়ঙ্কর আপনি হইলা দগ্ধ সে ঘোর দাহনে ? কহ কৃপা করি, দেবি, অমৃতভাষিণি, বীণাপাণি, মধুর ঝঙ্কারে পুরি দেশ আদ্যোপান্ত কহ সে কাহিনী । তোমরা লে৷ কল্পনা প্রতিভা সখীদ্বয়, ভারতীর চির-অনুচরী, আইস উভয়ে, দেবি, ভারতীর সহ, দয়া করি এ অধমে এ সঙ্কটদিনে । বসন্ত ধরারে দয়া করিলে সুন্দরি, কভু কি নিদয় তারে পিকরজি-বধূ ? উরি এ প্রদেশে, বসি তিনে এক হয়ে, গাও এ মহাসঙ্গীত ; বিধি-বিষ্ণু-মহেশ্বর সমস্বরে যথা গাইলা ওঁকারধ্বনি অপূৰ্ব্ব ঝঙ্কারে, স্বষ্টির আদিতে ভাসি কারণ-সাগরে । তুমি, কবিকুলচুড়া রত্নাকর, স্নান বিশ্বমাঝে রত্নসম সমুজ্জল ; কীৰ্ত্তিবিভাসিত কৃত্তিবাস কবি, এই চিরমেঘাবৃত দেশে দিনমণিসম ;–দীন