পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সৰ্গ । ృ9? S AMAMAeeMAMAMAM MAAA AAAA AMM AMAAM AAAA SASA AAMM AAAA AAAA S AAAA S বিকট হুঙ্কারে নভ অধীর করিলা ;– স্মর, মহারাজ, স্মর আজি সে-দিনের কথা । তখনি কহিনু, এই মহাদেশ, বিস্তীর্ণ এ ধরাতল, বিখ্যাত ত্রিলোক- ' মাঝে পুণ্যময়, শান্তিময় সদা । দেবঋষি-সিদ্ধ-কুল পবিত্ৰ পৰ্ব্বতচূড়ে, পূত নদীতটে, কাননে, নিঝরে, কিবা গিরিগুহামূলে, আশ্রমে আশ্রমে, চতুবেদধ্বনি সদা করেন উল্লাসে । শ্রুতিস্মৃতি-নিনাদিত এই মহাপুরী । এই দেশে, আশ্রমে আশ্রমে, প্রতি ধূলিকণাদেহে, বিরাজে পবিত্র সন্ত । রক্তস্রোতঃ, রণনাদ বহিল এ দেশে যেই দিন, যেই দিন, হায়, প্রভু, বহিল প্রথমে,— সেই দিন, দেখ বিচারিয়া, সেই দিন কহিয়াছি তোমা’,–‘জলন্ত তড়িৎ দেহে মাখিল আপনি, তীব্ৰজালাময় অগ্নি ঢালিলা শরীরে । আজি হ'তে তব, নাথ, ত্ৰিলোকবিখ্যাত বংশ ধ্বংসের কুপথে হবে ক্রমে অগ্রসর । অবশেষে, হায়,—