এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ষষ্ঠ সৰ্গ । )8○ কিন্তু কি বিকল ভাব হেরিছি কুমার ? যার ভুজবলে, নাগ-যক্ষ-সিদ্ধকুল রসাতলপুরে কাপে থরথার সবে শুষ্কপত্র-সম, আপনি বাসুকি শেষ ক্ষণে ক্ষণে হৃৎকম্পে কম্পিত শরীর, সে-ও কি নিশ্চেষ্ট আজি রক্ষশ্রেষ্ঠ রথী ? কি মন্ত্রণা কহ শুনি হইতেছে বসি নিভৃত এ কক্ষমাঝে, রক্ষকুলপতি ? কহ মোরে বাধা তাহে নাহি থাকে যদি ' উত্তরিলা নৈকষেয়—“তোমার আদেশে, মাতঃ, আনিয়াছি কুমার মহীরে। যথা ইচ্ছা, কর অনুমতি । বিকল হৃদয় মোর হইয়াছে আজি। এ জনমে, হেন অনির্দিষ্ট ভাব জানি না কখনো, মাতঃ, কহিনু তোমারে। এইমাত্র বধিলাম নরে, আবার বাচিল বুঝি কি কুহক করি। শুনিষ্ঠু শ্রবণে দারুণ উল্লাসধ্বনি রিপুর শিবিরে।” “আপনা-বিস্মৃত, আত্মপ্রতারিত তুমি, শুন নৈকষেয়”—