পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সগ } »ጾ¢ A S JMAeAMAeMSMSMSMAJSAAAAAAS ASJMAMS AeASMSMS eeeMAAAA র্তার অনুগ্রহে আয়ু, নিগ্রহে বিলয়, কহিমু তোমারে সার, কহিনু নিশ্চয় । সৰ্ব্বশাস্ত্র তারস্বরে ঘোষিছে এ কথা । কেমনে ভূলিলা সৰ্ব্বশাস্ত্রবিশারদ লঙ্কা-অধিপতি, কেমনে ভূলিলা মাত:, এ মহাভারতী ? অন্তহীন আয়ু, সে-ও নিজকৰ্ম্মবশে সান্ত হয় এ জগতে । নিজকৰ্ম্মায়ন্ত ফল । জানেন সকাল পিতা-পুত্র সুপণ্ডিত । দৈবশক্তি সহ পরাভূত পরাক্রম, স্বতই দুৰ্ব্বল। তাই কহিতেছে দাস বিনীতবচনে, এখনো সময় আছে ; অনুতাপ-নীরে প্রক্ষাল এ রক্ষোবংশ-নিবিড়-কালিমা ! প্রতিদ্বন্দ্বী বৈরিভাব বধ’ মিত্রভাবে ” রহিলা রাবণ চাহি সারণ-বদনে অনিমেষচক্ষে ক্ষণ, স্তিমিতত্ত্বদয়ে। তখন কুমার মহী প্রশান্তবচনে আরম্ভিলা সুকৌশলী পরমমায়াবী লক্ষি’ পিতা, পিতামহী, বৃদ্ধ মন্ত্রিবরে— “মন্ত্রিবর, বৃদ্ধ তুমি ; সহজে বিকল `ෆ