পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সগ । 艺《议 আমার দহনে অবিরত বারিধারা, পুরবাসি-বক্ষঃ প্রবাহিয়া, হইতেছে বিগলিত ; উষ্ণশ্বাস বহিতেছে সদা লঙ্কার আকাশ জুড়ি শত নাসাপুটে । মৰ্ম্মভেদী রোদনের ধ্বনি, আকুলিত করিয়াছে দিগন্তের সীমা হবে না কি— তবু হবে না কি বোধ, মূঢ় কৌণপের ? পাপের কি এত মোহ ? শুনিয়াছি সৰ্ব্বশাস্ত্রে সুপণ্ডিত বিশ্রবী-তনয়, জ্ঞানী, তবে হেন আচরণ, কিহেতু তাহার, পারি না বুঝতে কিছু। অধৰ্ম্মে সতত হেন রুচি ? অন্তার সমরে এ আসক্তি ! কোন যুক্তি হেতু তা’র কহিব কেমনে ? কেহই কি নাহি রক্ষপুরে, বুঝাইতে নিশাচরে সার তথা-কথা ; দিতে হিতউপদেশ বারেকের তরে ? সকলি ত গিয়াছে তাহার ; অযশ: অকীৰ্ত্তি, শুধু রহিবে জগতে চিরদিন । একমাত্র পুত্র অভাগার জীবে আজি, মহী-নামে খ্যাত রক্ষপুরে ; মিলিত হ’য়েছে সে-এ