পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

III রাঘব-বিজয় কাব্য । SSASAS SS SS SSSJ SSAAAAS SJM MAMMMAMS S SMe AMAAA AAAA S অন্যায় সমরে ? দেখিয়াছ তুমি তারে নেত্রে আপনার, মিত্রবর ? আহা, তা'র সনে নাহি প্রয়োজন রণ । মদমত্ত হয়ে, আসিবে যখন রণহেতু, কহ তা’রে, কহ বুঝাইয়া, সুধী, ভ্রাতুপুত্রে তব, তা’র সনে নহে এ সংগ্ৰাম । কেন বুথ আত্মঘাতী হইবে সে শিশু ? আদি হ’তে সমস্ত, পৌলস্তা, তারে বিবরিয়া কহিও কাহিনী । অন্তায় সমরে, নাহি নশঃ, নাহি ধৰ্ম্ম, নাহি দেহপাতে মুক্তি ; এই যুক্তি কহিও তাঁহারে, শাক্তধর। পিতা যদি রত পাপাচারে, কভু নহে উচিত পুত্রের, তাহারে প্রশ্রয় দিতে, কিংবা সহায়িতে । পিতৃ-দুরাচার সদ শোধন বিধেয় সুকৌশলে । ভ্রাতৃসুতে বুঝাও এমতে, মিত্রবর! বৃথা লোহক্ষয়ে ক্ষুণ্ণ হইয়াছে হিয়া ; সহিবারে নাহি পারি আর । নিতান্ত যদ্যপি রণে আহবানে তথাপি, অবশ্য ক্ষত্রিয়ধৰ্ম্ম পালিব তখন, মিটাইব রণসৗধ