পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সৰ্গ । `ෂළු JSeeeSAASAASAASAASAASAASAAASJSeSeAMMSSSMSSSMSSSMSSSMSSSYSS “নল মতিমান, মিত্রবর বিভীষণ,—সার কথা কহিলা উভয়ে । ত্যজি নিজসুখ, অনিদ্রায় অনাহারে যেই যোধকুল নিয়ত সাধিছে, হয়, কার্য্য অভাগার,— তিলেক আনন্দে মগ্ন হইলে তাহার, কেমনে অপ্রীতিকর আদেশ এখন করিব সে বীরগণে, তা’ও কি সম্ভবে ? কত না আয়াস আমি দিয়াছি সকলে । কিন্তু যেই বনবাসী ভিখারীর তরে তপ্ত-লোহ-স্রোতঃ সবে অজস্র বর্ষিল, অপ্রিয় তাহার তরে হইবে কি আজি এ আদেশ ? চল যাই, সুধীবৃন্দ, সুধি বীরগণে। একে একে প্রদক্ষিণ করি দ্বারে দ্বারে, স্বচক্ষে নিরখি সব, সৎ যেবা করি সবে মিলি । রক্ষিয়াছ এতদিন যে মন্ত্রণাবলে, রক্ষিবে এখনো সেই সাধু উপদেশে।” এত বলি নীল, হনু, বিভীষণ সহ, চলিলা মানবমণি শিবিরে শিবিরে। চিত্র-অশ্ব-পৃষ্ঠ’পরে, মঙ্গহৃষ্ট-মনে, চলিলা বীরেন্দ্র