পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাব্য । SASAMSAMAMAMJMSJJJS রসাতলে বাসুকি আপনি, সেই বীরবৃন্দ সনে, রসাতল হতে আসিয়াছে নব বীর যুঝিবার তরে! মহী নাম, নিশাচরাধিপ-সুত মহীগৰ্ভূজাত । যুঝিবে সে তোমাদের সনে, একবার। একবার ভিন্ন কভু হরিসৈন্ত সনে যুঝিতে হবে না তার, জানি সে নিশ্চিত। সশস্ত্র জাগ্রত তাই রহিবে তোমরা । তব গৃহে আইলে অতিথি, ফিরি যেন অনাদরে নাহি যান তিনি।” হুঙ্কারিল হরিসৈন্ত, দৰ্শন-স্বননে চমকিল চারিদিক বিকট নিনাদে। কহিলেন নরনাথ ধীর মিষ্টভাষে—“বীরবৃন্দ, এ আনন্দ চিরস্থায়ী হ'ক তোমাদের। অনিদ্র চঞ্চল চক্ষে নিশিদিন জাগি’ কতই সহিছ সবে এ রাক্ষসদেশে ; তবু অনলস-দেহ, মত্ত রণমদে, মহোল্লাস-তরঙ্গিত-প্রতি-লোহবহ, বধিছ সংগ্রামে ক্রমে রক্ষোরর্থী যত । পারিব কি শোধিবারে এই ঋণভার