পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*。 Bು リ。 ઉલ્લંદદ ፃጏ» كصني تابعة AMAAAASASASS এবে । তব ক্ষীণ দেহে, নব কলেবরে, সহিবে না এ আয়াস । প্রভাতে উঠিয়া ষে কৰ্ত্তব্য, অরিত্রাস, করিও বিচার ” “ঘথা অভিরুচি”—বলি নমিলেন শুর ভ্রাতার চরণে । “কিন্তু ক্লাস্ত নহি আমি অণুমাত্র এবে । সেই মনঃক্লেশ, তাত, তেয়াগি আপনি, লডুন স্বশাস্তি ক্ষণ অস্বপ্ন স্বপনে।” পটগৃহ-অভ্যন্তরে দর্ভতৃণাসনে বিস্তৃত অজিনশয্যা ; ভ্রাতৃযুগ তাহে, শুইল সাবিত্ৰীমন্ত্র জপি ভক্তিভরে । কতক্ষণে নিদ্রাদেবী ভবদুঃখহর, সেবিলেন সে যুগলে পদতলে বসি । মুদিল লোচন, শ্বাস বহিল সঘনে । এক বৃত্তে যথা, শোভে কুবলয়দ্বয় মানসসরসে, নিশাকালে, তেমতি শোভিলা মনোহর কান্ততনু কৃতাস্তবিজয়ী। ভাসিছে হিমাংগু শশী পাণ্ডু নভস্থলে ; প্রকৃতির দীর্ঘশ্বাস-সম, বহিছে মলয় বায় দুর গিরি হতে। ধরণীর বক্ষ ভেদ করি’