পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সর্গ। ס"שצ

  • ~~ - - - S S S S S S S S SJJ S MM M S JAM MMS J J AAAA S S S JSS SAMMS

মহামেঘ-অন্ধকারে আচ্ছন্ন পাতাল, গর্জে রহি রহি ঘোর পূত স্রোতস্বিনী । আঁধার দেখিল নেত্রে অপবিত্র দেহী । কিন্তু সেই ঘোর অন্ধ ধূমপুঞ্জ-মাঝে বহি সে পবিত্র ভার ছুটিল রাক্ষস ; একদণ্ডে সে প্রকাণ্ড দেহ প্রসারিয়া উপজিল পরপারে পুরীর সকাশে । ঈষৎ সুহাসি হাসি মহীগন্তুজাত রক্ষেত্ৰুনন্দন, ক্ষণ নেহারি চৌদিকে, নিজ গুরুভার ল'য়ে চলিলা কৌশলী । অবিলম্বে অম্বিকার পাদপীঠতলে রাখিলা সেবক সেই নিদ্রিত যুগলে, সুদীর্ঘ নিশ্বসি ঘন ক্লান্ত-কলেবরে । প্রণমি চণ্ডিকাপদে মহাভক্তিভরে স্তুতিলা মায়াবী দুষ্ট-অভীষ্ট-সাধনে । “সফল জনম মোর, হে জগজননি, এতদিনে । হে আরাধ্যে, সুনৈবেদ আজি আনিয়াছি তব তরে, গ্রহ যদি দয়াময়ি করুণ বিস্তারি’ ! এ দুস্তরে তার’ রক্ষকুলে তারা, কি আর কহিব।” নর