পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সর্গ । MAMMSMSMMS MSAASAASAAAS A SAS SSAS SSAAAA AAAA S SJSAJMASJSAMMJSMAMS দাড়ায়ে শিবিরদ্বারে রাঘবেন্দ্র বলী, সুগ্ৰীব-সুষেণ সহ, অপেক্ষা করেন লক্ষ্মণের আগমন । হেনকালে তথা সুমিত্ৰানন্দন, অঞ্জনানন্দন সহ বিভীষণে লয়ে, আসি প্ৰণমিলা সৌম্য রাঘবের পদে ৷ বদনে মুহাসি মাখা, অনল লোচনে, সুসজ্জিত বীরসাজে সৌমিত্রি-কেশরী ; মাঙ্গলিক চুড়া শিরে বিজয়পতাকাসম দুলিছে পবনে, ঘোষিয়া বিজয়বাৰ্ত্ত । অস্ত্রের ঝঙ্কারমাঝে, প্ৰণমিলা বিপুলাংস রঘুবংশঅবতংস অগ্রজের পদে ৷ আশিষিয়া লক্ষ্মণেরে জিজ্ঞাসিলা অশেষজ্ঞ—“কহ মিত্র, রণের বারতা ; কহ সুলক্ষণ লক্ষ্মণ সুমতি ! আগু প্রকাশিয়া কহ, পশ্চিম-তোরণ-অগ্রে কে পড়িল সিংহনাদ করি । লঙ্কা সঘনে কঁাপিলা ত্রস্ত কাহার পতনে ?” উত্তরিলা আঞ্জনেয়— “কাৰ্য্য সিদ্ধ এতদিনে, হে বীৰ্য্যকেশরি! ইন্দ্রজিৎ পড়িয়াছে রণে, অরিন্দম -