পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖbrԵ রাঘব-বিজয় কাব্য । AeA MMJSAMM MMMe SeeAeeMMMMMMMS JAMMeeMASAM AJSAM S SMS MMMMS MAAAA মহারোষে পৌলস্তোর মস্তক-উপরে তুলিলা ভীষণ গদা গিরিশৃঙ্গসম। অমনি মু-ক্ষিপ্র-হস্তে রক্ষোবীরেশ্বর দৃঢ়মুষ্টি বদ্ধ করে নিবারিলা তাহে অৰ্দ্ধপথে । সেই দণ্ডে দুৰ্ব্বাদলাম রূপ অনন্যসমান, ভাসিল হনুর নেত্ৰে সহসা যেন বা । পশিল শ্রবণে, “ক্ষান্ত হও, ক্ষান্ত হ2, স্বভক্ত পাবনি,”— কলকণ্ঠজাত যেন এই সুধাধ্বনি । বুঝি ভ্রম মহাভক্ত সলজ্জ-আননে চাহি রক্ষোবরমুখে, গাঢ় প্রেমভরে আলিঙ্গন করি মিত্রে, সুমিষ্ট আলাপে, চলিলা শিবিরে যথা ছিলেন রাঘব অনুজ সৌমিত্রি সহ । পশি পটগৃহে হেরিলা সে দর্ভশয্যা তেমতি বিস্তৃত,— কিন্তু, হায়, শূন্ত এবে, শূন্ত যথা নাড়অঙ্ক, বিহঙ্গম উড়ি গেলে ছাড়ি কিংবা যথা বোমতল, ডুবিলে পশ্চিমে দিনদেব নভশোভা, দিবা-অবসানে। আভাময় দীপশিখা জলিছে তেমতি ; শর,