পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO রাঘব-বিজয় কাবা । অতল-সাগর-তলে রঘুবংশ-ভাত ? হায় মাত জনকনন্দিনি, কোন প্রাণে দেখাব এ মুখ আর তোমার গোচরে ; হয়, কহ, কেমনে বা নিবেদিব পদে এই মৰ্ম্মভেদী বাণী ? কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে, হৃদয়েশ। রঘুবংশ-কালী, হায় দেব, এখনো রয়েছে অক্ষালিত ; রঘুবধ বদ্ধ কারাগারে । রক্ষাধম রাবণ দুৰ্ম্মতি, এখনও জীবে ধরাতলে ; কেমনে যাইব, প্রভূ, সমুদ্রের পারে ফিরি তোমারে হারায়ে, সুমিত্রা-মাতার নেত্র হারা’য়ে লক্ষ্মণে ? কৌশল্য, সুমিত্ৰ-মাত, সুধিবেন সবে এ অধমে, “কোথা হয়, কোথ, মোর রামভদ্র কোথা, কোথা ভাই তার, ছায়:সমঅনুগামী ? হায়, আমি কি বলে বুঝাব দোহে, কবি কি কথা ? হায়, মাতঃ, মহীসুতা অশোকবাসিনি, যে মুখে গুনাব,— সৰ্ব্ব-অগ্রে আমি তোমা যে মুখে শুনাব চিরনিশা-অবসান, সেই মুখে আজি