পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯২
রাঘব-বিজয় কাব্য৷

ধর্ম্ম হইল নির্মূল; পাপ শাখা-পত্র
ফুলে বাড়িল দিগন্ত ব্যাপি'; নাহি, নাথ,
নাহিক সন্দেহ আর। যাঁহার চরণে
সর্ব্বস্ব পাশরি সমৰ্পিনু দেহপ্রাণ,
কে হরিল সেই নিধি, সহিব কেমনে?
খদ্যোতে হরিল ভানু, তালচঞ্চু শুষি
নিল বিশাল অর্ণবে। ঘোর বামাচার
মহী, চণ্ডী-পীঠতলে অবশ্য হিংসিবে
বলিরূপে মিত্রে মোর অনুজের সহ।
কটাক্ষে এ বিশ্বে ভস্ম পারেন করিতে
যেই জন, অনায়াসে তাঁহারে হরিল
তুচ্ছ বলহীন শিশু? অবশ্য নিয়ন্তি,
হায়, বিধানিলা বুঝি, এ লীলার এই
শেষ হইবে এ স্থলে। নতুবা কি সাধ্য,
ক্ষুদ্র রক্ষেশ-কুমার, ছল করি দেব-
দেহ পারে পরশিতে? হায় বায়ুসুত,
চির রঘুভক্ত তুমি বিখ্যাত জগতে;
কি কহিব মন্দভাগ্য রক্ষাধম আমি।
আজি পুত্র তরণী আমার, ভ্রাতা কুম্ভ-
কর্ণ, ভ্রাতুষ্পত্র, জ্ঞাতি, বন্ধু, রক্ষোরথী