পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏనbr রাঘব-বিজয় কাব্য শল্য, ভল্ল, তোমর, ভোমর, শূল, শেল, জাঠ, গদা, গগনের উল্কাপাত-সম, রক্ষপুরীবক্ষঃ ভেদি অজস্র বৰ্ষিবে। এইভাবে নিশিদিন দহুক এ পাপপুরী শত তুষানলে । প্রভূর বারত যদি প্রবেশিয়! থাকে রাজপুরে, মহামহোল্লাসে তবে মন্ত রক্ষেীরথী । কিন্তু কতু নাহি দিব হর্ষ চিরস্থায়ী হ’তে । নিশ্চিন্ত নিশ্বাস ফেলি তুলিবার কাল নাহি দিব অবসর । এ মম মন্ত্রণা । বিচারিয়া দেখ সবে যে হয় সঙ্গত ।” নীরবিলে রক্ষোবর, সঙ্গত বলিয়৷ সবে সম্মত হইলা ঐকমতো ! সেই দণ্ডে বজ্রবেগে হইল প্রচার সেই আজ্ঞা, আনন্দে মাতা’য়ে প্রমন্ত কটকে । “জয় রাম” ধ্বনি করি সাজিল বাহিনী । “জয় রঘুপতি ; ভরসা তুমিষ্ট প্ৰভু এ ভবমণ্ডলে ; এই ক্ষীণভুজে দেহ বল অসামান্ত ; ধন্ত হই, সাধি কার্য্য তব ! দেহ হৃদে সাহস এ-বিশ্বনাশ৷ ”