পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সর্গ गभग्न-ठेस । মালারীর শয়নগৃহ। মনোরীর বিলাপ, রাবণের আগমন ও কথোপকথন। অশোকবন। রাবণের সীতাসমীপে গমন। রাবণের প্রস্তাব ও দেবীর উত্তর। মনোদরীর আগমন। রাবণের গতিরোধ । রণবাদ। রাবণের বিভীষিকার্শন। পুনৰ্ব্বার রণবাদ। রাবণের রণক্ষেত্রাভিমুখে গমন। দূতের আগমন। বসিয়া শয়নকক্ষে একাকিনী রাণী মন্দোদরী, আন্দোলন করিছেন মনে কত কথা, কত চিন্ত অশান্ত অন্তরে । নিষ্পন্দ নীরব ভাব। রহি রহি দীর্ঘশ্বাস বহি নাসাপুটে, ভ্ৰমিছে সে কক্ষমাঝে কুহেলিক-সম। বদনমণ্ডল প্রশান্ত, গম্ভীর, স্থির। নেত্রযুগ নীলকান্ত-মণি-বিভাসিত আভ্যময় । বারিপূর্ণ অর্ণব যেমন্তি, উকীলি বিশাল নেত্র অনন্তের দিকে একদৃষ্টি চাহি