পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৬ রাঘব-বিজয় কাব্য । বজ্রসম দুর্গ-অভিমুখে । হতবুদ্ধি হ’য়ে রহিলা মহিষী | সংজ্ঞা লভি শেষে, প্রেরিলা চেড়ীরে শ্বর্ণশিবিকার তরে, বহিতে বৈদেহী-ধনে নরেন্দ্র-গোচরে । কতক্ষণে রক্ষপতি চলিল আবেগে যথায় দুঃখিনী বসি দেবী ক্ষেীণীসুত । প্রশস্ত সুবর্ণপথ মুকুতামণ্ডিত, রত্নহারসম শোভে অশোকের গলে । দুই পাশ্বে তার, নগ্ন কলধেীতমূৰ্ত্তি বিবিধ ভঙ্গিতে বিলাসতরঙ্গ তুলি আছে দাড়াইয়া । প্রবলে রচিত চারু কৃত্রিম পাদপ, খচিত বিবিধ রত্বে শোভে শ্রেণীমত । শাপে শাথে নানাবর্ণ বিচিত্র পত ত্ৰ বসি কৃত্রিম শোভায় ঝলসিছে দশ দক ! প্রকৃত বিহঙ্গ কন্তু চঞ্চুপুট আনি সু-আহার, স্নেহে তা’র ধরিতেছে মুখে । কোথা ০ আবার পথিপাশ্বে চারু লতা-গুল্ম-ভ্রমরাজি— অশোক, চম্পক, চুত, পুল্লাগ, কিংশুক, কণিকার, শাল, তাল, রসাল, তমাল,—