পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সৰ্গ । হেরিয়াছে নিক্ষেপিতে অলক্ষিত দাপে অর্ণবের বক্ষ’পরি মহাগৰ্ব্বভরে । বিকট হুঙ্কারে হেরিয়াছে, নরনাথ, উপাড়তে পৃথ্বীভেদী মহীরুহ-ব্যুহে ; মুহূর্তে ভাঙ্গিতে বন, অরণ্য, ভূধরে । শৃঙ্গে শৃঙ্গে লম্ফ দিয়া, দেখিয়াছে দাস, অভ্ৰভেদি-শৈলচুড়া নিমেষমাঝারে উড়াইতে শূন্তপথে । মুহুমুহু মহাকম্পে কঁপিাইতে অটল অচল-ব্রজে পুতলিকাসম, নিত্য । কিন্তু এই চক্ষে হেরি নাই কৰ্ভু লক্ষ্মণের রণক্রীড়াসম রণোন্মাদ । হেরি নাই হেন দ্বন্দ্বযুদ্ধ কন্তু নিম্পন্দ নয়নে । ধন্ত,–ধন্ত শিক্ষ, বীরচুড়ামণি । মণ্ডলে কখনো, মহামণ্ডলে কৰ্ভু বা, বর্জন, ধারণ, স্থিতি, অপদ্রুত, উপন্যাস, অপন্যাস গতি,—ক্ষণপ্রভা জিনি চঞ্চল চরণে, ভূজ আস্ফালিয়, কি কৌশলে বিফলিলা, লক্ষ্মণ সুমতি রক্ষসের কু-কৌশল । টলটলি কঁাপিলা মেদিনী । ধূলারাশি