পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२$ রাঘব-বিজয় কাব্য কঁপাইয় রণক্ষেত্র, ত্রাসি পয়োনিধি, একলম্ফে উপজিল বৃহকেন্দ্র ভেদি’ যথায় বাহুবলেন্দ্র মৈন্দ ইন্দ্র-সম, দুৰ্দ্ধৰ্ষ সৈনিকবৃন্দ সহ মথিছেন, . পূৰ্ব্বদ্বারে নিশাচরে। অবিন্ধ রাক্ষসশ্ৰেষ্ঠ সম্ভাযিলা মৈন্দ বলেশ্বরে—“কার তরে মূর্খাধম যুকিস্ অদাপি ? পরপদ-লেহন স্বভাব যা’র, সে কি কভু প্রকৃত সমরস্বাদ জানে ভূমণ্ডলে ? বৃথায় আইলি লঙ্কাপুরে, বনচর ; স্মর শেষদশ৷ ” গভীর জীমূতমন্সে মৈন্দ উত্তরিল—“তস্করে শাস্তিয়া যদি দেহপাত হয়, সে-ও সৌভাগোর কথা । কিন্তু জানি নিশ্চয়, নিশাচর, রক্ষকুলাঙ্গারদলে যাবৎ জীবিবে এক প্রাণী, কিছুতেই নাহিক নিস্তার। ধর অস্ত্র নিশাচর।” প্রতিদ্বন্দ্বী ঘনযুগ হ’তে, ছুটে ইরম্মদ যথা পরস্পর শিরে, সেইমত অগ্নি-অস্ত্র জালাময় তেজে, ছুটিল উভয় হতে । দাবানল