পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সর্গ । ૨૭૭ দিতেছ আপনি মোরে । কিন্তু দেখ সার বুঝি, কেবা পুত্র কার, কেবা জ্ঞাতি, বন্ধু ত্ৰিজগতে কেবা ? নহে কি এ মহাভ্রম তব ? মোহমরুভূমে মরীচিকামাত্র, বিচিত্রদর্শন । কতকাল আয়ু তব ? হ’ক দীর্ঘ আয়ু, কিন্তু কতকাল, কহ ? সেই কাল গতে, অনন্ত অদৃষ্টপটে কিবা পরিণামফল ফলিবে তোমার ভাগবৃক্ষে ; রক্ষশ্রেষ্ঠ, দেখ বিচারিয়া । তব পদাঘাতে আক্রোশ আমার ? এই বুঝিয়াছ মনে ? হে পূৰ্ব্বজ, এ অপূৰ্ব্ব ব্যবহার কবে দেখিয়াছ মোর, এই দীর্ঘকালে ? দূর কর এ বিশ্বাস । হায় মহেশ্বাস, তব আচরণে, অনিবাৰ্যা পাপম্রোতে ভাসাইলা স্বর্ণলঙ্কাপুরী নিশিদিন । অমুজের কর্তব্যসাধনে, কতই সাধিনু, তোমা' নিবারিতে কালে । কিন্তু ক্রম-বিসরণশীল-অঙ্গক্ষতসম, বাড়িতে লাগিল, কুকৰ্ম্মজনিত মোহ অঙ্গুদিন তর । অবশেষে রক্ষ