পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সর্গ । ఇళరి& সংঘর্ষণে, ছাইল গগনতল ঘন আবরণে, জালাময় ; অগ্নিচুৰ্ণ যেন সঙ্গস বিস্তুত হ’ল রণক্ষেত্র’পরে । বিখ্যাত-বড়ব-পৃষ্ঠে রাবণ আপনি অসিহস্তে, শূলহস্ত বিভীষণ বলী অশ্বারূঢ় ধাইলেন মহাভয়ঙ্কর । শরভ, গবাক্ষ, গজ, কুমুদ, পনস, সসৈন্তে যুঝিলা কৃষি রক্ষোগুল্মপতি যুপাক্ষ, ছদ্ধর, বক্র, প্ৰঘষ নিৰ্ম্মম, . হ্রস্বকৰ্ণে। যুগান্তনিনাদে রঘুসৈন্ত আক্রমিল রক্ষ-অমীকিনী । অবিরল অস্ত্রজীলা জ্বলিল অম্বরে ৷ কর্ণভেদী প্রহরণ-সংঘাত-নিনাদ বিদারিল নভস্তল, বধির জলধি । মহাশ্রোতস্বিনী-রয়ে রণক্ষেত্রে শোণিত বহিল । ধূমপুঞ্জ উঠি সেই তপ্তস্রোতঃ হ’তে গাঢ় অন্ধকারে আশু গ্ৰাসিল দিনেশে। কন্তু উর্কে কভু নিয়ে, কভু শৈলচূড়ে, কন্তু বা অর্ণবপ্রান্তে, কতু পুরদ্বারে, ইতস্ততঃ উৎপতিত যোধের প্রহারে,