পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షారిశ్రీ রাঘব-বিজয় কাবা । ভীষণ সে রণস্থলী হইয়া উঠিল । প্রচও সৈনিকবৃন্দ উল্কাপাতসম পড়িল ছাইয়া ক্ষেত্র। পৌলস্তা, পৌলস্তা সহ ভৈরব আরাবে, মাতিল করাল উগ্র বিশ্বনাশী রণে। মুহূৰ্ত্ত বিমানে, দেব, যক্ষ, নভশ্চর কিন্নর, চারণ, হেরিলেন সে সংগ্রাম ; অমান সন্ত্রাসে পশিলেন স্বৰ্গদ্বারে যে যার আবাসে । ঘুরিতে লাগিল দোহে রথচক্রসম, গভীর নির্ঘোষে পূরি সেই রণস্থলী। সহস্ৰ শতেক শর হানিল রাবণ, নিবারিলা রঘুমিত্র বিচিত্র কৌশলে । এড়িলা পরিঘরাশি প্রমন্ত অনুজ, কাটিলা কৃপাণ-অস্ত্রে পৌলস্তা তখনি । ক্ষিপ্ৰহস্তে প্রাসকুল অমান ছাড়িলা হুঙ্কারি লঙ্কেশ রৌদ্র বজ্ৰসমবেগে, মহাদ্রুম-অস্ত্র ক্ষেপি’ বিমুখিলা তাহে লক্ষা-সিদ্ধ বিভীষণ ভীষণ-বিক্রমে । লম্ফে লম্ফে ধায় অশ্ব উগার শোণিত, ক্ষুরাঘাতে রণক্ষেত্র শত-ক্ষত করে ।