পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সর্গ সময়-পূৰ্ব্বাছু। রাবণের মন্ত্রণাগৃহ। রাবণের নির্ভূক্তচিন্তু। দেীবারিকের সাত-সংবাদনিবেদন, তাহাকে পুরস্কারপ্রদান। পুরবাসিগণের রাজারে আগমন ও প্রার্থনা। রাবণের উত্তর ও তাহাঙ্গিকে বিদায়দান। শুক্রচার্যের আগমন ও রাবণসহ কথোপকথন। শুক্রচার্যের আশীৰ্ব্বাদ । হাসিছেন দিবাকর শারদ-আকাশে, উল্লাসে হাসিছে মহী, নাচিছে বারিধি । কিন্তু চিন্তাকুল এবে লঙ্কাকান্ত বসি শ্ৰীহীন মন্ত্রণাগৃহে ভাবিছে বিরলে— “এ কি অকস্মাৎ কেমনে বুঝব ইচ্ছ, মহেশ্বর, তব ? নশ্বর সকলি ; কিন্তু এই দেহ, সে-ও কি নশ্বর ? কত যত্নে বহুকাল ব্যাপি রচিন্তু এ মহাপুরী, বাসবের বৈজয়ন্ত জিনিয়া গৌরবে – মুহূর্তে হইল ধ্বংস। হে সংহারি, নরবানরের করে, সতাই কি আর তবে